শাহ সুমন, (বানিয়াচং) থেকে::
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তা প্রদান ও কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন আবুল কাশেম চৌধুরী।
সোমবার (২০ নভেম্বর) সকাল বারোটায় উপজেলা পরিষদের মিলনায়তনে ছয় হাজার কৃষকদের মাঝে জন প্রতি দুই কেজি বিনামূল্যে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও মূল প্রবন্ধ উপস্থাপক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন ফারুক আহমেদ,স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, চেয়ারম্যান সাদিকুর রহমান, আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জীবন আহমেদ লিটন, শেখ নূরুল ইসলাম, তাপস হোম, শেখ সজীব হাসান, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন: মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিনামূল্যে বীজ ধান সহায়তা প্রদান করা। বীজ ধান ব্যবহার করে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।