Sunday, November 24, 2024
Homeরাজনীতিবিএনপিসিলেটে প্রথম দিনে ঢিলেঢালা হরতাল

সিলেটে প্রথম দিনে ঢিলেঢালা হরতাল

বিশেষ প্রতিনিধি:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় পিকেটিং, মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাস্তা সকাল থেকে রিকশা আর সিএনজিচালিত অটোরিকশার দখলে।

 

তবে দোকানপাট খুব কমই খুলেছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে হরতালের এমন চিত্র দেখা গেছে। নগরের এমন চিত্র থাকলেও সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

 

 

সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা নগরের ওসমানী মেডিক্যাল এলাকা, নগরের চৌকিদীঘি এলাকা, শাহী ঈদগাহ এলাকা, দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার, সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকা ও বিমানবন্দর এলাকার সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পিকেটিং করে।

 

এদিকে সিলেট নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া টহল দিতেও দেখা গেছে একাধিক দলকে।

 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকায় সিলেট-সুলতানপুর সড়কে অবস্থান নিয়ে হেলমেট পরা কয়েকজন যুবক পিকেটিং করে।

 

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভাঙচুর করা হয়। সকাল ৭টার দিকে নগরের চৌকিদীঘি এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে একদল যুবক।

পরে ঘটনাস্থলে পুলিশ আসার খবরে ওই এলাকা ত্যাগ করেন তারা। এ ছাড়া নগরের ওসমানী মেডিক্যাল কলেজ রোড, বিমানবন্দর এলাকা এবং সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার সড়কে বিক্ষোভ ও পিকেটিং করেছেন স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘সিলেট মহানগর এলাকায় কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

 

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments