Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগনৌকার মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

নৌকার মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

 

 

বিশেষ প্রতিনিধি :

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। হবিগঞ্জ-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

 

রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন তিনি।

 

ব্যারিস্টার সুমন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু এলাকায় নিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।’

 

তিনি বলেন, ‘এমপি হওয়া মানে কোনো অনুদান বা বৃত্তি প্রদান নয়। এমপি মানে বয়স শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়াও নয়। এটা একটা দায়িত্ব। এমপি হওয়া মানে সাড়ে চার লাখ মানুষ খেয়ে থাকল কিনা সেটার দায়িত্ব নেওয়া। মানুষের সুখ-দুঃখ-কষ্টের দায়িত্ব নেওয়া। এর জন্য প্রয়োজন এনার্জি আর সততা।’

 

তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। তবে ব্যক্তি হিসেবে আমি লিমিটেড, চাইলেই খুব বেশিকিছু করতে পারব না। সব মিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments