Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগতিন আসনে নৌকা চান বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান

তিন আসনে নৌকা চান বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান

 

বিশেষ প্রতিনিধি।

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার নামে তিনটি আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম তোলা হয়েছে। ক্ষমতাসীন দল মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রির কার্যক্রম শুরুর দিন শনিবার বিশ্বসেরা অলরাউন্ডারের এক স্বজন ফরমগুলো কিনেছেন। সাকিব যেসব আসনে দাঁড়াতে চান, তার মধ্যে নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ যেমন আছে, তেমনি আছে ঢাকা-১০ সংসদীয় আসনও।

 

ঢাকা-১০ সংসদীয় আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ফরম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রমে ঢাকা বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাবুদ্দীন ফরাজী। অন্যদিকে খুলনা বিভাগের দায়িত্বে থাকা একটি সূত্র মাগুরা-১ ও মাগুরা-২ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করেন।

 

বর্তমানে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের এমপি রয়েছেন বীরেন শিকদার।

 

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments