Friday, November 8, 2024
Homeশিক্ষাসুনামগঞ্জে সরকারি কলেজ পরিত্যক্ত ভবন ছাত্র বাস চায় শিক্ষার্থীরা

সুনামগঞ্জে সরকারি কলেজ পরিত্যক্ত ভবন ছাত্র বাস চায় শিক্ষার্থীরা

 

বিশেষ প্রতিনিধি।

 

আজ ১৯ নভেম্বর ২০২৩ ইংরেজি রোজ রবিবার সুনামগঞ্জ সরকারি কলেজে অনেকদিন থেকে এই ভবন কেউ প্রবেশ এবং কোন ছাত্র বাস নেই, উক্ত ভবন কে ছাত্রাবাস করার দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষার্থীরা আন্দোলন করেন।

এসময় বক্তব্য দেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিমন রহমান তিনি বলেন অনকেদিন ধরে ভবন টা পরিত্যক্ত অবস্তায় পরে আছে, আর সুনামগঞ্জ সরকারি কলেজে কোন ছাত্রাবাস ও নেই তাই কলেজ এর অধ্যক্ষ শামসুল ইসলাম, স্যার এর সাথে উক্ত ভবনটা ছাত্রা বাস করার জন্য আলোচনা করি এবং তিনি আমাদের কে বিভিন্ন ভাবে টালবাহানা করে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু তিনি ছাত্র বাস করে দেন নাই,তাই আজকে আমরা সবাই ছাত্ররা পরিত্যক্ত ভবন এর তালা খোলে উক্ত পরিত্যক্ত ভবন টা কে ছাত্রাবাস ছাত্রদের দখলের প্রচেষ্টায়।

 

এসময় বক্তব্য দেন কলেজ ছাত্র তিনি বলেন আর বাসা তাহিরপুর আর্থিক অবস্তা খুবই খারাপ আমরা আমাদের প্রাইভেট হস্টেলে থাকতে ৮ থেকে ৯ হাজার টাকা এই টাকা আমার এবং আমাদের পরিবারের অবিভাবক গণ বরনপুষন করতে পারছে না এই ভবন আমরা ছাত্রাবাস চাই এবং আজকে রিমন রহমান ভাই যে উদ্যোগ নিয়েছে সেটা সম্পুর্ন ছাত্রদের অধিকার আদায়ের জন্যই করেছেন।

এজন্য রিমন ভাইকে সাদুবাদ জানাই,এসময় উপস্তিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ এর সহসভাপতি হিমেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর আহমেদ,প্রমুখ সহ সুনামগঞ্জ সরকারি কলেজ এর কয়েকশো ছাত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments