Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জআজমিরীগঞ্জে মাছ ধরতে এসে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, জনতার হাতে চালক...

আজমিরীগঞ্জে মাছ ধরতে এসে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, জনতার হাতে চালক আটক

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ::

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ টু শিবপাশা সড়কের

পাচঁ আইক্কা নামক স্থানে ।

রাস্তা পারাপার হতে গিয়ে রিহাদুল ( ৭ ) নামের শিশুটির মৃত্যু হয় ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় রোববার দুপুর প্রায় ১ ঘটিকার সময়।শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ির মোঃ জানু মিয়ার তিন ছেলে মাছ ধরতে হাওরে একটি টমটম৷ দিয়ে যাচ্ছিল,শিবপাশা সড়কের পাচঁ আইক্কা নামক স্থানে এসে টমটম থেকে নেমে দাড়িয়ে ভাড়া দেওয়ার সময়, শিবপাশা থেকে আজমিরীগঞ্জে আসা অন্য আরেকটি টমটমটি অভারটেকিং করার সময় টমটমের নিচে পরে যায় রিয়াদুল নামে ৭ বছরের শিশু এসময় ঘটনাস্থলেই মারা যায় ।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে টমটম চালক জাহাঙ্গীর মিয়া ( ২৬) কে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিবপাশা ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান ভিকটিম সহ তারা তিন ভাই মাছ ধরতে অন্য একটি টমটমে আসে। রাস্তায় দাঁড়িয়ে ভাড়া দেওয়ার সময়

শিবপাশা থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্য আসা টমটম তাকে সজোরে আঘাত করলে ভিকটিম ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদ লেখার সময় পর্যন্ত শিশুর মরদেহ ও চালক আজমিরীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments