Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসুনামগঞ্জ ধর্মপাশায়,২ নং সেলবরষ ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ...

সুনামগঞ্জ ধর্মপাশায়,২ নং সেলবরষ ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

 

বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে ধর্মপাশা উপজেলা ২ নং সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

১৫ ই নভেম্বর (বুধবার ) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ১৬ ই নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকা ধর্মপাশা উপজেলা দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন। এরপর আনন্দ মিছিল বের করা হয়। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।মিছিলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেয়া হয়।

 

তফসিল ঘোষণাকে অভিনন্দন জানিয়ে ধর্মপাশা উপজেলা ২ নং সেলবরষ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ এবং ছাত্রলীগের এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পাইকরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ২ নং সেলবরষ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ২নং সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি, বেনুয়ার হোসেন খান পাঠান , সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাহ, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগ, সহ-সভাপতি, মো : জাহির উদ্দিন ও নজরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ কমিটির সম্মানিত সদস্য সাবেক মেম্বার শাহজাহান মিয়া,ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, ২ নং সেলবরষ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি মনতুয়ার হোসেন খান পাঠান , ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি বশির আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ধর্মপাশা উপজেলা যুবলীগ সাকির হোসেন সাগর, ধর্মপাশা উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, পাইকরাটি ইউনিয়ন সভাপতি বাদন মিয়া, ধর্মপাশা উপজেলা ২ নং সেলবরষ ইউনিয়নের যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ।

 

উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।

 

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments