বিশেষ প্রতিনিধি।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধের পাশাপাশি দুটি রাজনৈতিক জোটের ডাকা হরতাল ছিল বৃহস্পতিবার। হরতাল ও অবরোধ থাকা স্বত্বেও দূরপাল্লার বেশ কিছু যানবাহন চলাচল করেছে সিলেট-ঢাকা মহাসড়কে।
সকালে সিলেট বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায় মিতালি পরিবহণের কয়েকটি গাড়ি। একটি গাড়ির চালক নুর মোহাম্মদ বলেন, হরতাল অবরোধের মধ্যেও আমাদের গাড়ি চলছে। তবে যাত্রী বেশি নেই, তাই অল্প যাত্রী নিয়েই পরিবহণ চালু রেখেছি আমরা।
এদিকে সকালে আধাবেলার হরতাল সফলে সিলেট নগরীতে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বন্দরবাজার সিটি পয়েন্ট অভিমুখে যাত্রা করে। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে ফের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ।
অপরদিকে, বিএনপি-জামায়াতের পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ চললেও তেমন প্রভাব ছিল না সিলেটে। সকাল থেকে স্বাভাবিক ছিল যান ও ট্রেন চলাচল। যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস চলেছে স্বাভাবিকের তুলনায় কম।