Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমাধবপুরে ট্রাক চাপায় নিহত ১, বীরপাশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

মাধবপুরে ট্রাক চাপায় নিহত ১, বীরপাশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

মাধবপুরে ট্রাক চাপায় নিহত ১, বীরপাশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

জালাল উদ্দিন লস্কর হবিগঞ্জ জেলা প্রতিনিধি

মাধবপুরে ট্রাক চাপায় নবী মিয়া(৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।অপর ঘটনায় বিজয়নগর উপজেলার বীরপাশায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক এম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

জানা যায় একটি পণ্য বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ১৩২৬) সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে থামার পর এর হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে।এসময় নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে।

চালক ভুল বুঝে পে়ছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।ট্রাকের চালক সোহাগ মিয়া জানান নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মোঃ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পৃথক ঘটনায় মাধবপুর সংলগ্ন বিজয়নগর উপজেলার বীরপাশা নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক এম্বুলেন্স চালক মারা গেছেন।খালেক শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এম্বুলেন্স চালকের সহযোগী শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের আছাদ্দর মিয়ার ছেলে জাহান মিয়া জানান,তারা শ্রীমঙ্গল থেকে ফেনীতে একটি লাশ নিয়ে গিয়েছিলেন।ফেরার পথে আজ বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বীরপাশা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক সামনে থেকে সজোরে এম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।এম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ট্রাকের ধাক্কায় এম্বুলেন্স চালক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন লাশ তাদের জিম্মায় রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments