Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া আহত ২৫

হবিগঞ্জে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া আহত ২৫

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হবিগঞ্জ শহরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন

পুলিশের লাঠিচার্জে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দল থেকে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা বুধবার সন্ধ্যার পর মিছিল নিয়ে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। হবিগঞ্জ শহরের তিন কোনা পুকুড় পাড় এলাকায় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া জেলা নির্বাচন অফিসে ছয়টি ককটেল বিস্ফোরণ করে তারা।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা ইটপাটকেল ছোড়ে।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, চোরা গোপ্তা হামলা করেছে বিএনপি। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments