দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে বাজিতপুর কমিউনিটি ক্লিনিকের রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী বাজিতপুর কমিউনিটি ক্লিনিকের ১শ’ মিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ হয় এক লাখ টাকা।
পাকাকরণ কাজ পান স্থানীয় এক/দুই/তিন নং ওয়ার্ডের ইউপি সদস্যা নেহারুন বেগম। কাজের শুরুতে তিনি অনিয়ম করে আসছিলেন। এতে এলাকাবাসী বার বার প্রতিবাদ করে আসলেও তিনি কোনো কর্ণপাত করেননি বরং মুক্তিযোদ্ধার ছেলের বউ হওয়ায় এর প্রভাব দেখিয়ে নয়ছয় কাজ করিয়ে দায় সেরেছেন। এখন বরাদ্দের সম্পুর্ন বিল উত্তোলন করে নিজের পকেট ভারি করার পায়তারা করছেন।
স্থানীয়রা বলেছেন, পিআইসি ইউপি সদস্যা মেহেরুন বেগম রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করেছেন। দায়সারা কাজ করেই বরাদ্দের সম্পুর্ন টাকা উত্তোলন করার চেষ্টা করছেন। দায়সারা কাজ দেখার কেউ নেই।
জানতে চাইলে প্রকল্প পিআইসি ইউপি সদস্যা নেহারুন বেগম বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। আমি মুক্তিযুদ্ধার ছেলের বউ,
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেন, প্রকল্প আসছে আমরা এখনো কাজের কোন অনুমোদন দেইনি। ইউপি সদস্যা ব্যক্তিগত সিদ্ধান্তে কাজ করিয়েছেন। কাজে অনিয়ম হয়েছে বলে খবর পেয়েছি। অনিয়ম হয়ে থাকলে বিল দেওয়া হবে না।