ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনায় ন্যায্যমূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর শহরের শ্রীমঙ্গল চৌমুহনাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী ন্যায্যমূল্য সবজি বিতরণ কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার পক্ষ থেকে সবজি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপ দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা ও কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ছাত্রলীগ নেতা উজ্জ্বল, তাসলিম, নাহিদ, সাজ্জাদ, শিমুল, সালাতসহ আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা উজ্জ্বল দাস বলেন, শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে; প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়েছে- তেমনি এবারও বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে মানুষের জীবনকে সহজ করতে সর্বাত্মক ভূমিকা পালন করবে।