Sunday, November 24, 2024
Homeঅপরাধগোলাপগঞ্জের তাজেল হত্যার আসামি ছাইদ অবশেষে আদালতে আত্মসমর্পণ

গোলাপগঞ্জের তাজেল হত্যার আসামি ছাইদ অবশেষে আদালতে আত্মসমর্পণ

রাসেল আহমদ:::

সিলেটের গোলাপগঞ্জে আলোচিত তাজেল হত্যা মামলার ২ নাম্বার আসামি ছাইদ আহমদ (২২) আদালতে আত্মসমর্পণ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে সিলেটের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে আসামি আত্মসমর্পণ করে।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা নুর মিয়া।

ছাইদ আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে।

এরআগে গত (২৯ অক্টোবর) রোববার সকালে সিলেটের সিনিয়র বিজ্ঞ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে মামলার ৩ নাম্বার আসামি সাইফুল ইসলাম জাফর (২৫) এবং পরদিন সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে মামলার প্রধান আসামি অপু আহমদকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ঘটনার পর শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং:১৩, তাং, ২১/১০/২০২৩ ইং) দায়ের করেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments