Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগআওয়ামীলীগের নেতৃত্বে পুনরায় সরকার গঠিত হলে  সরকারি ভাতা অব্যাহত থাকবে:: এডঃ আব্দুল...

আওয়ামীলীগের নেতৃত্বে পুনরায় সরকার গঠিত হলে  সরকারি ভাতা অব্যাহত থাকবে:: এডঃ আব্দুল মজিদ খান এমপি

 

শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধিঃ আওয়ামীলীগের নেতৃত্বে পুনরায় সরকার গঠন করা হলে সকাল প্রকার ভাতা অব্যাহত থাকবে বলে আওয়ামীলীগ সরকারের আমলে সামাজিক উপকারভো গীদের নিয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেছেন।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদশের মানুষের কল্যানে কাজ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।একজন মায়ের দরদ দিয়ে তিনি এদেশের মানুষের জন্য কাজ করছেন।
দেশের বিধবা নারী,স্বামী পরিত্যাক্ত নারী,বয়স্ক নাগরিক,প্রতিবন্ধী,ঋষি সম্প্রদায়,তৃতীয় লিঙ্গের মানুষকে এক সময় সমাজ ও পরিবার বোঝা মনে করতো।

বর্তমানে তাদের কদর বেড়েছে ,তাদেরকে মূল্যবান মানুষ হিসেবে সমাজ ও পরিবার ভাবতে শিখেছে।এই মহান কাজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ করতে পারে নাই।
এ দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে সাথে সমাজের অবহেলিত মানুষকে নতুন করে বাচার প্রেরণাদাত্রী একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শত শত উপকারভোগীদের প্রতি আহবান জানিয়ে সাংসদ আব্দুল মজিদ খান বলেন, আপনারা পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারলে সকল প্রকার ভাতা অব্যাহত রাখা হবে। এছাড়া নতুন করে আরও বেশি মানুস কে ভাতার আওতায় নিয়ে আসা যাবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, সামসুল হক, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, আওয়ামীলীগের নজরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ন‌ওশাদ উদ্দিন চৌধুরী সুজন ,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, সাবেক ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খাঁন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া,১নং ইউপি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম খাঁন প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments