বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের সামনে থেকে ভারতীয় নিষিদ্ধ ২৪ বোতল চোলাই মদ ও ১৬২০ ভারতীয় রুপি সহ একজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ব্যাটেলিয়ান ২৮ বিজিবি। এই নিয়ে মধ্যনগর থানার একটি মামলা দায়ের করা হয়েছে ।
উক্ত মামলার বাদী বিজিবি সদস্য হাবিলদার মোঃ সোহেল খান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন, ২৮ বিজিবি, ২৮/বি কোম্পানী, মাটিয়ারবন, বিওপি।
মোঃ সোহেল বিজিবি সদস্যেদর নিয়ে ০৭ নভেম্বর রাত ১১ টায় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত কড়ইবাড়ী নামক স্থান হতে আসামি মোঃ আশিক নুর ইসলাম(২৩)কে ২৪ বোতল চোলাই মদ ও ১৬২০ ভারতীয় রুপিসহ গ্রেপ্তার করে। ২৪ বোতল (৯ লিটার) মদ যার আনুমানিক মূল্য ৩৬০০০/(ছত্রিশম হাজার ) টাকা । মোঃ আশিক নুর ইসলাম মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের কড়ইবাড়ি গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। এ নিয়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে বুধবার (০৮ নভেম্বর) একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে এক জনের বিরুদ্ধে মামলা নিয়েছি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।