Friday, November 8, 2024
Homeঅপরাধগোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জেরে প্রাণ গেলো যাত্রীর

গোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জেরে প্রাণ গেলো যাত্রীর

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান:

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে টমটম চালকের হাতে নাজিম উদ্দিন (২২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ নভেম্বর) আনুমানিক দুপুর ১২ টায়, রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর থেকে হাদারপার যাতায়াতের প্রধান সড়কে পাতনি গ্রামের সামনে।

 

নিহত নাজিম উদ্দিন পাতনি উত্তর পাড়ার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে। সে নভেম্বর মঙ্গলবার রাত ৩ টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।

টমটম চালক সালেহ উদ্দিন একই ইউনিয়নের মৃত ইসন আলীর ছেলে বড়ঘোসা গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় পীরের বাজার হতে টমটম চালক সালেহ আহমদের গাড়িতে করে নাজিম উদ্দিন পাতনি গ্রাম নিজ বাড়িতে আসছিলেন।

 

এখানে এসে পাঁচ টাকা ভাড়া দিলে টমটম চালক সালেহ আহমদ দশ টাকা দাবি করেন। ১০ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে টমটম চালক সালেহ পাশের মাছের ফিসারী থেকে বাঁশ নিয়ে নাজিম উদ্দীনের মাথায় আঘাত ও শরীরে বেদম প্রহারে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য তাকে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় নাজিম উদ্দীন মৃত্যু হয়।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল,ওসি তদন্ত মেহেদী হাসান, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও ইউপি সদস্য কামাল আহমদ।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজিম উদ্দীনের লাশ ওসমানী মর্গে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments