ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গলে সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এই ভবনটির নামকরণ করা হয়েছে বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ভবন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ভবনের উদ্বোধন ঘোষণা করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কলেজের অধ্যক্ষ দীপচাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালু লাল রায়, প্রফেসর (অব) সাইয়্যিদ মুজীবুর রহমান, উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামনুল ইসলাম খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, কলেজে নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন কমিটির আহবায়ক সুদর্শন শীল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বেলায়েত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, কৃষকলীগের আহবায়ক আবু তালেব বাদশা, মৌপবিস এর সভাপতি এম এ রহিমসহ আ. লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।