Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে শীত বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম

শ্রীমঙ্গলে শীত বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে শীত বাড়ার সাথে সাথে ধাপে ধাপে কমছে শীতকালীন সবজির মূল্য। প্রতিবছর শীতের শুরুতে সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন। গত এক সপ্তাহে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কমেছে সবজির বাজার।

রবিবার (৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল সবজির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি লাল শাক ১০ থেকে ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা, মুলা ৩০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৯ টাকা,শিম ৬০ থেকে ৬৫ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, প্রতি পিচ লাউ ৪০ টাকা বিক্রি হচ্ছে।

 

পাইকারী বাজারের ব্যবসায়ীরা বলেন, আমদানি বাড়ায় ও শীতকালিন সবজি বাজারে উঠতে শুরু করায় সবজির দাম কমেছে। এতে কমতে শুরু করেছে আলুর দামও। গত দুই দিনে প্রতি কেজিতে আলুর দাম কমেছে ১৫ টাকা থেকে ২০ টাকা। সেই সঙ্গে পেঁয়াজের দামও কমেছে। গেল সপ্তাহে ১১০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা ।

শ্রীমঙ্গল পাইকারি বাজারে আলু ব্যবসায়ী মো: নিয়ামত উল্লা জানান, মুন্সিগঞ্জী আলু প্রতি কেজি ৩৫/৩৬, রাজশাহী ও রংপুরী আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

শহরের পুরাতন বাজারের কাচাঁমাল পাইকারী ব্যবসায়ী খালেদ হোসেন জানান, লাল শাক প্রতি কেজি ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, লাউ প্রতি পিচ ৩৫ থেকে ৪০ টাকা।, জেঙ্গা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করেছি।

বাজারে আসা ক্রেতা ফটিক মিয়া জানান,গত একমাসে যা আয় করি তা দিতে বাজারের চাহিদার অর্ধেক নেয়া সম্ভব হতো না। এখন সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments