Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জবানিয়াচংয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বানিয়াচংয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধি:

সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বানিয়াচংয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

 

সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ মিজান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশসাফ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, সাবেক সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমবায় সমিতির লোকজনের জীবন মানের উন্নয়ন করা সম্ভব।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম সমবায় সংগঠিত করেছিলেন।বর্তমানে সমবায় সমিতির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments