শাল্লা প্রতিনিধি
সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগন্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়। ৪ ঠা নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় শুরুতে জাতীয় পতাকা ও সমবায় অফিসের পতাকা উত্তোলন শেষে উপজেলা গেইট থেকে একটা শোভাযাত্রা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একি জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা চম্পা রানী তালুকদার এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, সমরায় কর্মকর্তা মোহাম্মদ আবদুল মুহিত, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বি, আর,ডি,বি, চেয়ারম্যান আবদুল খালেক, সমবায় সহকারী পরিদর্শক দুলাল দেব রায়, অফিস এসিস্ট্যান্ট অসীম কান্তি দাশ,সহ সমবায় সমিতির সভাপতি ও সদস্যগন এই সময় উপস্থিত ছিলেন।