Friday, November 8, 2024
Homeইসলামজামেয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন 

জামেয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন 

 

বিশেষ প্রতিনিধি।

সুনামগঞ্জ ছাতক বাজারের পশ্চিম মোগল পাড়া গ্রামে একটি আদর্শভিত্তিক কাওমী মহিলা মাদ্রাসার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

উক্ত ভিত্তিপ্রস্তরস্থাপনের সময় মাওলানা আকরাম হোসাইন বলেন, প্রত্যেকটা কওমী মাদ্রাসাই একটি দ্বীনি মজলিস, কওমী মাদ্রাসা থেকে লেখা পড়া শেষ করে বের হয়ে তারা দ্বীনের পথে চলে এবং সাধারণ মানুষ কে দ্বীনের পথে আহবান করে।

এসময় তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করি, যে আল্লাহ পাক আমাকে এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রেখেছেন, আলহামদুলিল্লাহ।

 

দেশের বিভিন্ন স্থানে এরকম হাজার হাজার কওমী মাদ্রাসা রয়েছে কিন্তু একটা মাদ্রাসাতেও আজ পর্যন্ত শুনিনি সরকারি কোন অনুদান এসেছে, কওমী মাদ্রাসা গুলো চলে একমাত্র দ্বীনদার মানুষের সাহায্য সহযোগিতায়। দশের লাটি একের বুঝা।

 

এসময় শামসুদ্দোহা বলেন, আমাদের এই মাদ্রাসা টা সম্পূর্ণ কাওমী মাদ্রাসা, আমাদের সবার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন টা পুরণ হতে চলছে, আমি আমার এলাকার সর্বস্তরের জনগণকে বলতে চাই যে যাই পারেন মাদ্রাসা টা তুলতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে তাই সবাই সবার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করুন, এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুগণ সবার কাছে সহায়তা কামনা করি।

আপনারা যারা বিকাশে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চান আপনারা আমাদের এই এলাকার বিশ্বস্ত ও দায়িত্বশীল ব্যক্তি মাওলানা আকরাম হোসাইন এর নাম্বারে দিয়ে সহযোগিতা করবেন, মাওলানা আকরাম হোসাইন এর নাম্বার, ০১৭৬৩৩১৯৬২২,। দান করলে ধন কমেনা,বরং আল্লাহ তাআলা আরও বেশি করে বারিয়ে দেন।

 

উক্ত ভিত্তি প্রস্হর স্হাপনায় উপস্থিত ছিলেন ফতেহপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শামসুদ্দোহা। এবং ছাতক পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আপ্তাব মিয়া, খুরশিদ মিয়া, সুরুজ মিয়া, রাজু মিয়া, জাহির রায়হান, আঙুর মিযা, জাকির মিয়া, হাফিজ নুরুল ইসলাম, হাফিজ সাজ্জাতুর রহমান, মাওলানা আকরাম হোসাইন, ছাতক পৌরসভার বর্তমান কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম, তজম্মুল মিয়া, শমসু মিয়া, আব্দুল্লাহ চমক, এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, স্হানীয় মুসাল্লিয়ানে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments