Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগঅবরোধ-হরতাল দেশের মানুষ পছন্দ করে না: সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান 

অবরোধ-হরতাল দেশের মানুষ পছন্দ করে না: সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান 

 

বিশেষ প্রতিনিধি।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, অবরোধ আর হরতাল এদেশের মানুষ আর পছন্দ করে না। জ্বালাও পোড়াও করে, মানুষকে জিম্মি করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন লাগে। বিএনপি-জামাআতের পক্ষে জনগণের সমর্থন নেই বলেই তারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতি বেছে নিয়েছে।

 

 

বুধবার (১ নভেম্বর) বিকেল ৩ টায় সিটি পয়েন্ট সংলগ্ন কামরান চত্বরে সিলেট জেলা যুবলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বে যখন শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে, বিএনপি-জামায়াত এসব সহ্য করতে না পেরে জোর করে ক্ষমতায় আসতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ কোন ষড়যন্ত্রের কাছে হার মানবে না। যথাসময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই নির্বাচন হবে।

 

 

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কাপালি মিন্টু, এস.এম শাইস্তা তালুকদার, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান রুমেল, পরিবেশ সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহসম্পাদক আবদুল মান্নান দুলাল, আব্দুল কাইয়ুম, নিজাম আহমদ, মহিউদ্দিন মহি, তোফায়েল আহমদ, এম এ কাইয়ুম, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, এমাদ উদ্দিন, হুমায়ুন আহমদ মাসুম, শাহিদুর রহমান সাহেদ, মো. মুমিনুল ইসলাম, সদস্য জাহেদুর রহমান চৌধুরী, অপূর্ব তালুকদার অপু, খালেদ আহমদ চৌধুরী, মো. হোসেন মিনহাজ, হামজা হেলাল, সোহেল আহমদ জুবেল, আনসার উদ্দিন, শামীম খান, মামুন পারভেজ, ছালেহ আহমদ, মো. সাইদুল ইসলাম, মো. সায়েম আহমদ, এ.এস.এম. আলি আশরাফ মামুন, জহিরুল ইসলাম তুহেল, মো. রাসেল আহমদ, সুরঞ্জিত দেব বান্টু, মো. এস.এম দেলোয়ার রুনেল, রাশেদ পারভেজ লাবলু প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments