বিশেষ প্রতিনিধি।
দুই মেয়াদের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে যেটুকু সফলতা এসেছে তা সিলেটবাসিকে উৎসর্গ করেছে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (১ নভেম্বর) দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা এসোসিয়েশন ও কর্মচারি সংসদের দেয়া বিদায় সংবর্ধনায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিগত সময়ে সিসিকের যেসকল অর্জন দেশ বিদেশে প্রসংশিত হয়েছিলো, সেসব অর্জনে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য।
তিনি বলেন, দ্রুত ও কম সময়ে নগারিক সেবা প্রদান, সিসিকে ই-নথি কার্যক্রম বাস্তবায়ন, প্রযুক্তির ব্যবহার, নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে সম্পন্ন করা, এমনকি দূর্যোগকালীন সময়ে নাগরিকদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের সাতে সিসিকের সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারিরা কুন্ঠাবোধ করেননি। মেয়াদকালে আপনাদের মতো দক্ষ, পরিশ্রমি ও মেধাবী কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্বশীলতায় কিছুটা হলেও সিলেটবাসির জন্য করে যেতে পেরেছি।
নগর উন্নয়নে বাস্তবায়ন করা প্রকল্প সমূহ সফলভাবে সম্পন্ন করায় সিলেট নগরবাসির আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, কর্মকর্তা এসোসিয়েশন ও কর্মচারি সংসদের সকল সদস্যবৃন্দ এবং সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।