গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান (দুলাল): সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যুব র্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে উপজেলা পরিষদ চত্বর পদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভা মিলিত হয়।
বুধবার (১নভেম্বর) সকাল ১১:০০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহসিন এর পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্পায়ার কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্তের কর্মকর্তা কেএম নজরুল, মুক্তিযুদ্ধা কামান্ডার আব্দুল হক, পূর্ব আলীর গাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল হক, জাতীয় যুব সদস্য মারিফুল হাসান, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দের, যুবঋণ প্রাপ্ত সফল উদ্যোক্তরাসহ প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী যুবপ্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়, পূর্ব নির্ধারিত প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মধ্যে যুবঋণ বিতরণ করা হয় ।।