শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি::
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে আজ বানিয়াচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০০৩ উপলক্ষে যুব র্যালি.আলোচনা সভা ও ঋণ বিতরণ দেওয়া হয়েছে।
বুধবার ( ১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আগা খাঁন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ রেজাউন উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ অফিসার (তদন্ত)আবু হানিফ, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রদীপ কুমার দেব, এস,কি,এস চেয়ারম্যান সুব্রত দাস, সাংবাদিক নূরুল ইসলাম, জীবন আহমেদ লিটন, ফ্রিলান্সী প্রশিক্ষক গোলাম রব্বানী, প্রমূখ।
বক্তারা বলেন আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই।অপার সম্ভাবনাময় যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদান সহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এসময় প্রধান অতিথি প্রশিক্ষণের সনদ ও ঋণ প্রদান করেন