সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে।বেশ সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া এগারোটার দিকে ছাত্রদল ও জামাআত ছাত্রশিবিরের পৃথক মিছিল মহাজনপট্টি এলাকা থেকে বের হয়ে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। পরবর্তীতে ছাত্রলীগের অপর একটি মিছিল করিম উল্লাহ মার্কেটের দিকে চলে আসলে ছাত্রদল-জামাআত-শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে যায়। তিন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ চলে আসলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সরে যায়।
এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামাআতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে