মৌলভীবাজার জেলা প্রতিনিধি
বিএনপির সমাবেশে বাঁধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশব্যাপী রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দেয় বিএনপি। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীও হরতালের ডাক দেয়। বিএনপি জামায়াত হরতালের ঘোষণা দিলেও মৌলভীবাজার জেলার জুড়ীতে মাঠে ছিল না বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। রবিবার (২৯ অক্টোবর) সকাল সন্ধ্যা হরতাল হলেও কোথাও এ দুই দলের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি।
হরতালের কর্মসূচি দিয়ে বিএনপি জামায়াত মাঠে না থাকলেও সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। এদিকে বিএনপির হরতাল প্রত্যাখান করে উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও মিছিল করেছে। দুপুরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু। এছাড়াও শান্তি সমাবেশ ও মিছিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত জুড়ী শহর ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শহর সহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা ছিল। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি সহ অন্যান্য যানবাহনের চলাচল ছিল।