স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচের চারটিতে হেরে টাইগারদের সেমিফাইনাল স্বপ্ন একপ্রকার শেষই বলা যায়। পরের ধাপে যেতে হলে লিগ পর্বের বাকি ৪ ম্যাচ শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। এমন সমীকরণ নিয়ে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের গত দুই ম্যাচে সেরা একাদশ নিয়ে খেলতে পারেনি বাংলাদেশ। পুনেতে ভারতের বিপক্ষে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলতে পারেননি চোটের কারণে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরলেও তাসকিন বিশ্রামে ছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ একাদশে ফিরতে পারেন তিনি।
গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। বোঝাই যাচ্ছে, তাসকিন ফিরছেন এ ম্যাচে। টাইগার এই পেসার ফিরলে অবধারিতভাবেই একাদশে একটি পরিবর্তন আসবে। আগের দুই ম্যাচে তার পরিবর্তে সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ। অবশ্য তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। শেষ মুহূর্তে তাসকিন খেলতে না পারলে অবশ্য হাসানকে আবারও খেলতে দেখা যেতে পারে।
দল সূত্রে জানা গেছে, একাদশে আরও একটি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে– বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে ব্যাটার তাওহিদ হৃদয়কে। উদ্দেশ্য ব্যাটিং লাইনআপ আরেকটু বড় করা। যদিও হৃদয় বিশ্বকাপে এখনও ভালো করতে পারেননি।
তবে একাদশ পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হবে সকালে উইকেট দেখে। কারণ ইডেনে খেলা হবে নতুন উইকেটে। সে ক্ষেত্রে স্পিন না পেস বোলিং বিভাগকে গুরুত্ব দেবেন, সেটা টিম ম্যানেজমেন্ট ভালো জানে। প্রতিপক্ষ আর কন্ডিশন মাথায় রেখে স্পিন বোলারও বেশি খেলাতে পারে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ নিয়ে গতকাল ইডেনে সাকিবের সঙ্গে লম্বা সময় আলোচনা করেছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।