স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পরদিন দুপুরে পুরো দল মুম্বাই থেকে রওয়ানা দিয়েছে কোলকাতার উদ্দেশ্যে। দলের সাথে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। এরও আগে সকালের ফ্লাইটে ঢাকায় পৌঁছান টাইগার অলরাউন্ডার। দুপুরে ছুটে আসেন মিরপুরে। কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেন ইনডোর স্টেডিয়ামে।
ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না। ইনজুরি সমস্যায় মিস করেছেন ভারতের বিপক্ষে খেলা। বিশ্বকাপের প্রথম ম্যাচটায় বল হাতে ছিলেন দুর্দান্ত। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রানে নিয়েছিলেন ৩ উইকেট। ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার সুযোগ থাকলেও ফিরেছেন ১৯ বলে ১৪ করে। ইংল্যান্ডের বিপক্ষে পরের খেলায় ৫২ রানে ১ উইকেট নিলেও আবারও ব্যাটিংয়ে হয়েছিলেন ব্যর্থ। ৯ বলে করেছিলেন মোটে ১ রান। নিউজিল্যান্ডের সাথে ৪০ রানই চলতি বিশ্বকাপে সাকিবের সর্বোচ্চ। ঐ ম্যাচেও উইকেট ১টাই। ১০ ওভারে খরচ করেছিলেন ৫৪ রান। এরপরই ইনজুরি থেকে সেরে না উঠায় খেলতে পারেন নি ভারত ম্যাচে। সাউথ আফ্রিকার বিপক্ষেও কথা বলে নি সাকিবের ব্যাট। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪ বলে ১ রান। বল হাতেও ৯ ওভারে ৬৯ রান খরচায় উইকেট ১টা।
৪ ম্যাচে ৬ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৫৪। ব্যাটিংয়ে ১৪ গড়ে এখন পর্যন্ত রান মোটে ৫৬। গেল বিশ্বকাপের পর থেকে নাই কোন সেঞ্চুরি। সুসময়ের খোঁজেই বিশ্বকাপের মাঝপথে পুরনো গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে সাকিব। দিন দুয়েকের অনুশীলন সেরে ২৭ তারিখ ধরবেন কোলকাতার বিমান। পরদিন, ২৮ তারিখ ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের ম্যাচ। ফর্মে ফিরতে, নিজেকে রাঙাতেই তাই হঠাৎ করেই ঢাকায় ফিরে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান।