Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ফিলিস্তিনির উপর ইসরায়েল কর্তৃক হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন

শ্রীমঙ্গলে ফিলিস্তিনির উপর ইসরায়েল কর্তৃক হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ফিলিস্তিনির উপর ইসরায়েল কর্তৃক অবৈধ দখলদারিত্ব ও নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত হয়।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় “ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল” এর আয়োজনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ কারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর উপদেষ্টা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহিয়া, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা ফজলুর রহমান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক কবি মাওলানা খালেদ সানোয়ার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খাঁন, শ্রীমঙ্গল উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা আছাদ উল্লাহ, বিশিষ্ট সমাজকর্মী নিজাম খাঁন, ক্বারী আখলিছুর রহমান, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ আবু মুছা, তরুণ সমাজকর্মী মোঃ তৈয়ব আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সম্মানিত উপদেষ্টা আজিজুর রহমান ফটিক, সহ-সভাপতি দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ জালাল উদ্দীন, বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজকর্মী নূরে আলম, শ্রীমঙ্গল উপজেলা জাকেরপার্টি সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ তাহের মিয়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments