Sunday, November 24, 2024
Homeবিনোদনএই তোমরা এভাবে দুষ্টু প্রশ্ন করো কেন: পরীমনি

এই তোমরা এভাবে দুষ্টু প্রশ্ন করো কেন: পরীমনি

 

বিনোদন ডেস্কঃ

ছবি: সংগৃহীত

 

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী পরীমনি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে চলছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। সেখানেই রবিবার সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে নিজের চলমান ব্যস্ততা, আগামী কাজ ও সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

নিজেকে প্রস্তুত করেই শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। তা জানিয়ে তিনি বলেন, সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন আমি। আগে ১০ টা কাজের মধ্যে আমি ৯ টা কাজই না ভেবে করে ফেলেছি। দিনকে দিন প্রস্তুত হওয়ার চেষ্টা করছি।

 

 

আমি এখন ‘ডোডোর গল্প’সিনেমার জন্য রেডি। যার জন্য এখন ক্যামেরার সামনে। আগে অনেক কাজ না ভেবেই করে ফেলতাম। কিন্তু এখন আমি ‘না’ বলা শিখে গেছি।

এখন খুব শক্তভাবে না’ বলতে পারি। গল্প, ভালো কাজে মনোযোগ দিচ্ছি।

গল্পনির্ভর বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন অভিনেত্রী। সে প্রসঙ্গে তিনি বলেন, এই যে নতুন কাজগুলো করছি এগুলো কিন্তু আমি একদিনে সিদ্ধান্ত নেই নি। বিগত দুই বছর ধরেই এই কাজের কথাগুলো হচ্ছিল।

 

একটা লম্বা প্রসেসের মধ্য দিয়েই গিয়েছে, একদিনের সিদ্ধান্তে সিনেমা গুলো হাতে নেইনি। ‘ডোডোর গল্প’এ প্রায় ৬ মাস আগে থেকেই যুক্ত হয়েছি প্রস্তুতি নিচ্ছি।

কিছুদিন আগেই শোনা যায় তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরীমণি। যেখানে তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকেও। এই প্রথম জনপ্রিয় দুই নায়িকাকে একত্রে পর্দায় দেখা যাবে। এ বিষয়ে পরী বললেন, ‘খেলা হবে’ সিনেমার জন্য আমি এখনো রেডি না। তবে অনেক আগে থেকেই তো মাল্টি কাস্টিং হয়, অনেক বড় বড় তারকারা এক সাথে কাজ করে এসেছে, স্ক্রিন শেয়ার করেছেন। এটা নতুন কিছু না। মাঝখানে হয়ত গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপ কেন হয়েছে আমি জানি না। হয়তো ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সবার মধ্যে যোগাযোগটা অনেক ভালো। সেক্ষেত্রে বলবো, কোনও আর্টিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। যদি কেউ যেচে এসে দ্বন্দ্ব না করে। হাসতে হাসতে পরীমনি বলেন, ‘এই তোমরা দুষ্টু কোয়েশ্চেন করো কেন?’

 

পরীমনি আরও বলেন, তবে তারকাদের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। তাহলে সবকিছু একটা কোয়ালিটি ফুল জায়গায় গিয়ে দাঁড়ায়। আমার মনে হয় প্রতিযোগিতা রাখতে চাই, তবে সেটা সবার সঙ্গে কাজের, রেষারেষি না করে।

 

নির্মাতা রায়হান রাফির একটি ওয়েব ফিল্মে ও চুক্তিবদ্ধ হয়েছেন পরী। রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন গল্প নিয়ে বসেছিলাম তখন আমাদের বোঝাপড়া টা এমন হয়ে গেছে যে, আমরা চাচ্ছিলাম বড়সড় কিছু একটা হোক। আমার শুটিংয়ে ফেরাটা ওটিটি দিয়ে শুরু না করে সিনেমা দিয়ে হোক। দুজনের চিন্তা যখন মিলে গেলো তখন মনে হলো সময় নিয়ে ভালো কিছু করি। তাই ওয়েব ফিল্মটির জন্য সময় নিচ্ছি।

 

‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments