মতিউর রহমান (দুলাল),গোয়াইনঘাট প্রতিনিধি::
নরমালে একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাবিনা বেগম (২৮) নামের এক গৃহবধূ।শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার লুৎমহাইল গ্রামে বাবার বাড়িতে একে একে তিন সন্তান জন্ম দেন তিনি। তবে সবার পরে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে। বাকি দুটির অবস্থাও আশঙ্কাজনক।
সাবিনা বেগম সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল নামক গ্রামের নুর উদ্দিনের স্ত্রী। নুর উদ্দিন পেশায় একজন দিনমজুর। শিশু দুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নানা তৈয়ব আলী।
তিনি বলেন, শিশু দুটিকে বাঁচাতে প্রতিদিন এককেজি গরুর দুধসহ বাড়তি খাবার খাওয়াতে হবে। তা নাহলে তাদের বাঁচানো সম্ভব হবে না।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, পরিবারটি খুবই দরিদ্র। মাসহ সন্তানদের অবস্থা ভালো না। বিত্তবানদের উচিত পরিবারটির পাশে দাঁড়ানো।