লাইফস্টাইলেঃ
সারাদিনে এক কাপ চা খান না এমন মানুষ কমই আছেন। এক মুহূর্তে শরীরের ক্লান্তি দূর করে দেয় চা। চায়ের মধ্যে থাকা ট্যানিন, অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সজীবতা বজায় রাখতেও সাহায্য করে। তবে এক্ষেত্রে কার্যকরী লিকার চা। লিকার চা শরীরের জন্য যেমন উপকারী তেমনি চুলের জন্যও যথেষ্ট কার্যকর। শ্যাম্পুর পর যদি লিকারে চুল ধোয়া হয় তাহলে চুলে যেমন শাইনিং ভাব থাকবে তার সঙ্গে একটা ব্রাউনিশ ফিলও আসবে।
বেশিরভাগই মানুষই চুলে রঙ করার জন্য নানা ধরনের রাসায়নিক ব্যবহার করেন। এই রাসায়নিক চুলের জন্য একেবারে ভালো নয়। এতে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এমনকী ত্বকের নানা সমস্যাও হতে পারে। এ কারণে প্রাকৃতিক উপায়েই চুল রঙ করতে পারেন। চায়ের লিকারে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকে, যা ধীরে ধীরে চুলের রংকে গাঢ় করে তুলতে পারে।
এজন্য একটি পাত্রে লাল চা বানিয়ে নিন। এক্ষেত্রে, ৬ টেবিল চামচ চা ব্যবহার করবেন। কড়া চা বানিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে চা ঠান্ডা করে নিন। এরপর তা ঠান্ডা করে চুল ধুয়ে নিতে হবে।
চায়ের লিকার আর ব্ল্যাক কফি একসঙ্গে মিশিয়ে চুল ধুলেও চুলে খুব সুন্দর একটা রঙ দেখা যায়। চুল যেমন উজ্জ্বল লাগে তেমনই পাকা চুলেরও কোনও রকম সমস্যা থাকে না।
কীভাবে বানাবেন এই চায়ের লিকার
ফলো করুন-
একটি পাত্রে ৩ কাপ পানি নিন। তার মধ্য়ে ৩ টেবিল চামচ চা মেশান। এর সঙ্গে ৩ টেবিল চামচ কফিগুঁড়ো মিশিয়ে দিন। অন্তত ৫ মিনিটের জন্যে ভালো করে ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা করে নিন। মিশ্রণ ঘন হয়ে যাবে। হেয়ার কালার ব্রাশের সাহায্য়ে চুলে লাগান। অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে নিন।