Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটবিমানবন্দরে সংবর্ধিত চেয়ারম্যান ফারুক

বিমানবন্দরে সংবর্ধিত চেয়ারম্যান ফারুক

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট প্রতিনিধি::

দীর্ঘ একমাস পারিবারিক ও শারীরিক চিকিৎসায় যুক্তরাষ্ট্র সফর শেষে  সিলেটে এসে পৌঁছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এড. নাসির উদ্দিন খান।

ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইটের সামনে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন,স্হানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।দেশের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তবেই আমাদের দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা বিমানবন্দরে এসে আপনাদের জনপ্রতিনিধির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুহিত ও মুগ্ধ আপনাদের প্রতি কৃতজ্ঞ।বিমানবন্দরে আপনাদের উপস্থিতি প্রমাণ করে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ একজন জনবান্ধব জনপ্রতিনিধি।

বেলা ২ টায় উপজেলা বাসভবনে এসে চেয়ারম্যান ফারুক আহমদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সামনে আমাদের জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন। দেশ ও জনগণের স্বার্থে দুটি নির্বাচনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের তৃণমূল থেকে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীতা চাইবো না,কারণ এখানে আমাদের ইমরান আহমদ এমপি একজন দক্ষ স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের মত জনপ্রতিনিধি আছেন। যেখানে ইমরান আহমদ এমপির মত মন্ত্রী আছেন সেখানে যে কেউ এমপি হওয়ার অবকাশ আছে বলে আমি মনে করি না।এমপি হওয়ার লোভে আমরা মন্ত্রীত্ব হারাতে চাই না। তিনি বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন।আমি আপনাদের দেওয়া সেই দায়িত্ব ও আমানতদারী যথাযথ পালন করার চেষ্টা করেছি কতটুক করেছি তা আপনারাই ভালো জানেন।তবে আমি কারো উপকার করতে না পারলেও আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই এবং বিগত পাঁচ বছরে আমি আপনাদের জন্য কোন দুর্নাম বয়ে আনিনাই। সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে আমি আপনাদের সেবা দেওয়ার  চেষ্টা করেছি। তিনি আরো বলেন আমি সুষম বন্টনে বিশ্বাসী, কে? আমার কর্মি আর কে ভোটার এই ভেদাভেদ আমি করি নাই এতে অনেকে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।আমার খুব ইচ্ছা এবং শখ ছিল একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার। আপনারা ভোট দিয়েছেন আল্লাহর হুকুমে আমি চেয়ারম্যান হয়েছি।এখন আমি আপনাদের জন্য আবার আগামীতে উপজেলা পরিষদের নির্বাচন করতে চাই।আপনারা যদি মনে করেন আগামীতে আবার আমার দ্বারা আপনাদের সার্বিক উন্নয়ন সম্ভব তাহলে ভোট দেবেন এবং মতামত জানাবেন।আপনাদের সকলের মতামত নিয়েই আমি আগামীতেও উপজেলা পরিষদের নির্বাচন করব ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আজকে আপনাদের উপস্থিতিতে আমি আনন্দিত বিমোহিত।আজ থেকে আমার আরো দায়ভার ও দায়িত্ববোধ বেড়ে গেল। উপজেলবাসী সহ উপস্থিত সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে উনার কথা শেষ করেন।

উপস্থিত সকলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের বক্তব্যকে আনন্দচিত্তে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সহমত পোষণ করেন এবং আগামীতে তার সাথে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন,জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক আলাজুর রহমান,ফতেপুর ইউনিয়নের হেলাল উদ্দিন,কামাল উদ্দিন,সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুদ্দিন,ওয়ার্ড সদস্য আজির উদ্দিন,উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ শেবুল,জজ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments