Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের এলিম চৌধুরী

সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের এলিম চৌধুরী

রাসেল আহমদ:::

প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

মঞ্জুর শাফি চৌধুরী এলিমের পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী ছিলেন। তাঁর বড় ভাই ফারুক আহমদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ছিলেন।

তাঁর আরেক ভাই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। যিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান (মৃত্যু পূর্ব পর্যন্ত) ও ১৯৯৬ সাল থেকে আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বরায়া উত্তরভাগ মাদ্রাসা গোলাপগঞ্জের সভাপতি, মুহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় রফিপুর গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সদস্য, বালাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্যের দায়িত্বে রয়েছেন।

তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্ অ্যাসোসিয়েশনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments