জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ জেলা প্রতিনিধি)::
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবার বর্গের নিকট মানবিক সহয়তার চেক হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মানবিক সহয়তার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, পিআইও নুর মামুন প্রমুখ।
রোগী দেখে বাড়ি ফেরার পথে শিশুসহ একই পরিবারের ২ জন বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের সদস্য সোহেল মিয়া ও রুবেল খানের হাতে ২০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করেন ইউএনও।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার অসুস্থ ছেলে ধনুু মিয়াকে আত্মীয়তার সূত্রে দেখতে গিয়েছিলেন ছাতিয়াইন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার (২২), রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সােহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার। দুপুরের খাবারের পর বিশ্রাম শেষে ছাতিয়াইনে ফেরার জন্য ছেনু মিয়ার বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে।ঘটনাস্থলেই সাদিয়া ও শান্তার মৃত্যু হয়।