Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারসিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের আলী রাজিব মাহমুদ মিঠুন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের আলী রাজিব মাহমুদ মিঠুন

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

 

গত ২ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়। বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫ অক্টোবর তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে এখন সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন। শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগীয় নির্বাচন কমিটি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার হিসাবে তাকে নির্বাচিত করেন।

 

শ্রীমঙ্গল উপজেলায় যোগদান করেই শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার উন্নয়ন, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলমক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশংসিত হয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন মহলে একজন সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি এবার তার কাজের যথার্থ মূল্যায়ন করেছেন। বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের মুকুট মাথায় পরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রীমঙ্গলের শিক্ষক সমাজসহ উপজেলাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments