স্পোর্টস ডেস্ক:
ব্যাটিংয়ের সময় থেকেই অস্বস্তিতে ভুগছিলেন সাকিব আল হাসান। পায়ে ক্র্যাম্প করায় দ্রুত রান তুলতে গিয়ে আউটও হন। পরে বোলিংও করেন। তবে নিজের ১০ ওভারের কোটা পুরো করার পরপরই মাঠ থেকে উঠে যান।
নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হারার পর গেছেন হাসপাতালেও। তাঁর চোটের ধরন কেমন, সেটি জানার জন্য রাতেই স্ক্যানিং করা হয়েছে। এখন এর রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা।
বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘সাকিবের চোট লেফট কোয়াডে (বাম পায়ের উরুর ওপরের দিকে)।
স্ক্যানিংয়ের জন্য ম্যাচের পরই ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে ওর চোট গুরুতর কিনা।’ একই দিনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন সাত মাস পর বাংলাদেশ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও।