শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (০৯ অক্টোবর) রাত্রিকালীন পেট্রোল ডিউটি ও বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন’র দিক নির্দেশনায় থানায় কর্মরত এসআই/স্বপন চন্দ্র সরকার, এসআই/সাদরুল হাসান খান, এএসআই/হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউ/পির অন্তর্গত জাতুকর্ণপাড়া সাকিনের জনৈক দিলু মিয়ার আধাপাকা বসত বাড়িতে জুয়ারীরা নগদ টাকা দিয়ে জুয়া খেলার তাস বোর্ড বসাইয়া জুয়াড়ীরা জুয়া খেলিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১. মোঃ দিলু মিয়া(৩০), পিতা-মোঃ সুরুজ আলী, ২. মোঃ সেলু মিয়া(২৪), পিতা-মোঃ নবীন মিয়া, ৩. মোঃ হেলাল মিয়া(২৫), পিতা-মৃত ওহাব উল্লা, ৪. মোঃ সামছুদ্দিন(৪০), পিতা-সাজিদ উল্লা, ৫. মোঃ নজরুল মিয়া(৩০), পিতা-মোঃ লিয়াকত আলী , ৬. মোঃ শুক্কুর মিয়া(৩০), পিতা-আব্দুল নুর , ৭. মোঃ আব্দুল হাই(৪৮), পিতা-মোঃ লাল মিয়া ৮. মোঃ সোহেল মিয়া(৩৫), পিতা-মৃত নুর আলী, সর্ব গ্রাম- জাতুকর্ণপাড়া (ছান্দের মহল্লা), ২নং ওয়ার্ড, ৯. মোঃ রুপন মিয়া(৩২), পিতা-মৃত আব্দুর রহিম, ১০. জামাল মিয়া(২৬), পিতা-আব্দুল আলিম, ১১. মোঃ কবির মিয়া(২৮), পিতা-মোঃ নাসির মিয়া, ১২. মোঃ সবুজ মিয়া(৩৮), পিতা-আব্দুর রশিদ, ১৩. মোঃ জাহিদ মিয়া(৩৮), পিতা-মৃত নুর হোসেন , সর্ব গ্রাম- জাতুকর্ণপাড়া (মাইজের মহল্লা), ১নং ওয়ার্ড, সর্ব ৩নং (দক্ষিণ-পূর্ব ) ইউপি, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। আসামীরা জুয়ারী হিসেবে পরিচিত। তাহাদের নির্দিষ্ট কোন পেশা নাই।বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।