Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জদূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত 

দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত 

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০-অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাসুদ খাঁন,মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম,সৈয়দ আতাউল মোস্তফা সোহেল , যুবলীগের সভাপতি ফারুক পাঠান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,সাধারণ সম্পাদক লিটন রায়,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী প্রমুখ।

 

মাধবপুর থানা ওসি(তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে বিভিন্ন এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।’

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান বলেন, ‘১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এবার ১২০ টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার শ্রীঘ্রই পৌঁছে দেওয়া হবে। যে কোনো বিষয়ে সর্বক্ষণ আমাকে ফোন দিবেন আমি আপনাদের পূজা মন্ডপে চলে যাবো।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করবেন। এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments