জালাল উদ্দিন লস্কর ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে স্কয়ার হাসপাতাল ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি জায়গাটিতে গত কয়েকমাস ধরেই হাঁটু সমান পানি লেগে আছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রেখে মাটি ভরাট করায় দিনদিন এখানে পানি বাড়ছে।বাড়ছে কচুরিপানার রাজত্ব।উপচেপড়া পানিতে উপজেলা আদর্শ বিদ্যালয়ের কম্পাউন্ড তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা এমনকি স্বাভাবিক চলাফেরাও বিঘ্নিত হচ্ছে। এই জায়গাটির মালিক গোলাপ মিয়া।
৪/৫ মাস আগে এই জায়গাটির উত্তর পাশ দিয়ে স্কয়ার হাসপাতালের কাছ থেকে সবুজবাগের উত্তর প্রান্ত পর্যন্ত একটি রাস্তা নির্মান করে পৌরসভা।রাস্তাটি নির্মানেের সময় পানি নিস্কাশনের ব্যবস্থা না রাখায় সামান্য বৃষ্টিতেই ওই জায়গাটিতে জলাবদ্ধতা তৈরী হয়ে পানি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পাউন্ডে চলে আসে।এ ব্যাপারে মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম ও পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের কাছে বারবার ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া।তিনি জানান, ‘বিদ্যালয়ের কম্পাউন্ডে পানি জমে থাকায় শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ ঠিকমতো করা সম্ভব হচ্ছে না।শিক্ষার্থীরা খেলাধুলা ও হাঁটাচলা করতে পারছে না।’
জায়গার মালিক গোলাপ মিয়া জানান, ‘ মাটি ভরাটের কাজ শেষ হলে এ সমস্যা খাকবে না।এটি আগে একটি জলাশয় ছিল।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, এ বিষয়টি তার জানা আছে।আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেকবার তাকে জলাবদ্ধতার কারনে সৃস্ট অসুবিধার কথা জানিয়েছেন। কিন্তু ড্রেন নির্মানের জন্য কোনো বাজেট না থাকায় কিছু করা যাচ্ছে না।’
পৌর মেয়র হাবিবুর রহমান মানিক জানান, ‘ শীঘ্রই পাইপের মাধ্যমে পানি নিস্কাশনের উদ্যোগ নেওয়া হবে।’