বিনোদন ডেস্ক:
এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্রিকেট বিশ্বকাপে তামিমের বাদ পড়া। তামিম-সাকিব ইস্যুতে দ্বিধাবিভক্ত গোটা দেশ। আলোচনা-সমালোচনা মন্তব্যের ঝড় বইছে সব জায়গায়। কেউ তামিমের পক্ষ নিচ্ছেন তো কেউ সাকিবের পক্ষে তামিমকে একহাত নিচ্ছেন।
সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে বিনোদন জগতের তারকারাও এই আলোচনায় আওয়াজ তুলছেন।
কয়েক দিন আগেই তামিম ইস্যুতে নির্বাচকদের একহাত নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আনার দাবিও জানিয়েছেন এই চিত্রনায়ক। এবার সাকিব-তামিম ইস্যুতে কথা বললেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা অপু বিশ্বাস।
বুধবার বিকেলে এক অনুষ্ঠানে অপু বলেন, আমাদের ক্রিকেট টিম আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। ক্রিকেটের মাধ্যমে আমাদের লাল-সবুজ পতাকা বিশ্ব দরবারে উপস্থাপিত হয়। আমরা যারা বাংলাদেশী আমরা মন থেকে চাই, বিশ্বকাপের ট্রফিটা যেন আমাদের দেশের মাটিতে আসে। একটা পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হয়।
আর সেটা পাড়ার লোকেদের কানেও যায়। তখন কান-কথা ছড়িয়ে পড়ে। পাড়ার অনেকে সবটুকু না জেনেই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই জায়গা থেকে আমি এতটুকু বলবো- তামিম ভাই, সাকিব ভাইকে নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা সবই শোনা কথা। আর এ সবই খেলাকে কেন্দ্র করেই হয়েছে।
আর এটা অবশ্যই ঘরের বিষয়। এটা নিয়ে চর্চা যত কম করা যায়, ততই ভালো। সাকিব, তামিম, মাশরাফি, তাসকিন- খেলোয়াড়ের পাশাপাশি তাদের আরেক পরিচয় তারা তারকা। ফলে তারকাদের নিয়ে বিভিন্ন কথা ছড়াবেই। সব ভুলে আমরা যারা সমর্থক, তাদের এখন দলকে অনুপ্রাণিত করা উচিত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ সাফল্য কামনা করি।
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সিনেমা ‘লাল শাড়ি’তে। দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এ ছাড়া তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ছাড়পত্র পেয়েছে নীরবের সাথে তার আসন্ন সিনেমা ‘ছায়াবৃক্ষ’