Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটআইপিএলের পুঁজিতে সাকিবদের দুর্বলতায় আঘাত করবে আফগানিস্তান

আইপিএলের পুঁজিতে সাকিবদের দুর্বলতায় আঘাত করবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক:

মুখোমুখি পরিসংখ্যানে ওয়ানডেতে ৯-৬ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, র‌্যাংকিং বা কাগজকলমের শক্তিও সে কথা বলে। বিশ্বকাপের লড়াইয়েও এগিয়ে বাংলাদেশ, ২ ম্যাচের দুটোতেই জয়। আগামীকাল আরও একবার মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ধর্মশালায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়।

 

 

এই ম্যাচে নামার আগে নিজদের শক্তির জায়গা উল্লেখ করে বাংলাদেশ দলের দুর্বলতায় আঘাত করার বার্তা দিলেন আফগান অধিনায়ক।

আজ সংবাদ সম্মেলনে হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে।

 

 

আমরা আমাদের ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে আর বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব।

ভারত বিশ্বকাপে আফগানিস্তানের শক্তির জায়গা আইপিএলের অভিজ্ঞতা। দলটির অধিকাংশ খেলোয়াড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে ভারতের প্রায় সবগুলো ভেন্যুর উইকেটের চরিত্র সম্পর্ক ভালোভাবে জানেন। সঙ্গে আফগানিস্তান দলের হোম ভেন্যুও ছিল ভারত।

 

এই প্রসঙ্গ টেনে হাসমতউল্লাহ বললেন, ‘আমাদের দলের অনেকেই আইপিএলে খেলে। আবার যারা আইপিএলে খেলে না, তারা এই কন্ডিশনে খেলেছে কারণ ভারত আমাদের হোম।

 

আমরা কন্ডিশন সম্পর্কে জানি, আমরা এই বাড়তি সুবিধা পুরো টুর্নামেন্টেই কাজে লাগাতে চাই। আমাদের মাইন্ডসেট এখন আগের চেয়ে ভিন্ন। আমি অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপে খুবই আশাবাদী।‘

সাকিব আল হাসান, তাসকিন আহমেদ বা লিটন দাসকে নিয়ে আলাদা পরিকল্পনা নয়। কালকের ম্যাচে আফগানদের ভাবনা গোটা বাংলাদেশ দল নিয়ে। হাসমতউল্লাহর জবাব, ‘আমরা খেলব বাংলাদেশের বিপক্ষে। তাই আমাদের প্রত্যেক ক্রিকেটারের বিপক্ষেই পরিকল্পনা করতে হবে। আমরা জানি প্রত্যেক ক্রিকেটারের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়। তবে নির্দিষ্ট কাউকে টার্গেট করছি না, ওদের ১১ ক্রিকেটারের বিরুদ্ধেই আমাদের ভালো করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments