স্পোর্টস ডেস্কঃ
বাকি সব অধিনায়কদের সঙ্গে আহমেদাবাদে সাকিব আল হাসানকে ব্যস্ততার মধ্যে থাকতে হলেও ধর্মশালায় তাঁর সতীর্থদের আজ হোটেলেই থাকার কথা ছিল। আইসিসির সূচীতে অনুশীলন নির্ধারিত থাকলেও সেটি বাতিল করে বিশ্রামই দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। কিন্তু শেষ পর্যন্ত বিশ্রাম আর নেওয়া হলো কই! হোটেল ছেড়ে এইচপিসিএ (হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন) স্টেডিয়ামেই ছুটে এলেন তাঁরা। অনুশীলনের জন্য নয় অবশ্য।
দুই ভাগে আসা খেলোয়াড়রা মূলত সময় কাটালেন স্টেডিয়ামের জিমনেসিয়ামে।
বিশ্রামের দিনে শুধুই জিম করার পর্বটি হোটেলেই সারা যেত। ধর্মশালার রেডিসন হোটেলে সেই ব্যবস্থা ছিলও। কিন্তু যতটা ছিল, তা যথেষ্ট না হওয়াতেই স্টেডিয়ামে ছুটে আসতে হয়েছে বলে জানালেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ,‘হোটেলে জিম আছে, তবে একটি জাতীয় দলের জন্য সুবিধা পর্যাপ্ত নয়।
তাই মাঠে চলে গেলেই ভালো বলে মনে করেছি।
তারপর সবাই একসঙ্গে হিমাচল স্টেডিয়ামে জিম এবং প্রেকটিস করে টিম হোটেলে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।