Friday, November 8, 2024
Homeরাজনীতিজাতীয় পাটিদোয়ারাবাজারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান লাইলী আক্তার লাকি

দোয়ারাবাজারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান লাইলী আক্তার লাকি

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের আগামী নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদনী ফ্যাশনের সরবরাহকারী লাইলী আক্তার লাকি। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দ্বিতীয় পুত্র জাপা নেতা আবু সালেহ’র সহধর্মিনী।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী আক্তার লাকির স্বামী আবু সালেহ দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ইতোমধ্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন। এছাড়া গত জেলা পরিষদ নির্বাচনেও জাতীয় পার্টির মনোয়ন পেয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন।

লাইলী আক্তার লাকি বলেন, ‘‘আমার স্বামীর অনুপ্রেরণায় আমিও রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। ব্যবসার পাশাপাশি মানবসেবায় কাজ করে যাচ্ছি। আমার স্বামী এলাকার মাটি ও মানুষে কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন। আমি আমার শ্বশুর বাড়ির এলাকা দোয়ারাবাজার উপজেলায় আগামীতে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে আমার স্বামীর মতো আমিও অবহেলিত মানুষের পাশে থেকে নিজেকে সারা জীবন নিবেদিত রাখতে চাই। আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments