Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জে ওসির প্রত্যাহারের  দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করলো শ্রমিকরা

গোলাপগঞ্জে ওসির প্রত্যাহারের  দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করলো শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:::

গোলাপগঞ্জ পৌর শহরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে বাস ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস চালক শ্রমিকরা। অবরোধ থেকে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু করেন তারা। বেলা পৌনে ৪ ঘটিকা পর্যন্ত এ অবরোধ অব্যাহত থাকে।

গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজন ব্যক্তিকে আমাদের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর ২ অক্টোবর (সোমবার) আহত ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি বলেন, ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের সাক্ষরের প্রয়োজন হয়।
কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। সোমবার ওসি জানান তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাথে একাধিবোর যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, অবরোধের শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের একটি প্রতিনিধি দল গোলাপগঞ্জ মডেল থানায় প্রবেশ করেছে বিষয়টি সমাধানের জন্য। এখনো থানা পুলিশের সঙ্গে বৈঠক হচ্ছে।এদিকে প্রায় সাড়ে ৩ঘন্টা ধরে সড়ক অবরোধের কারণে দুদিকে অনেক গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments