মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে নাতে রাসুল (দঃ) প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আদিব মোস্তফা হাসনাইন প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসার গভর্নিংবডি, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এক সংবর্ধনা আয়োজন করা হয়।
রোববার (১ অক্টোবর) বড়চেগ সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সভাপতি আব্দুল মালিক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। সহকারী শিক্ষক মাওঃ মো. হারুনুর রশীদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, মাদ্রাসার সুপার শেখ মো. তাজুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ইজ্জাদুর রহমান সজ্জাদ, মোস্তাফিজুর রহমান, নূর উদ্দিন আহমদ, আব্দুল মুকিত, হাফিজুর রহমান ও সংবর্ধিত মো. আদিব মোস্তফা হাসনাইনসহ আরো অনেকে।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হয়রত মোগরব আলী শাহ্ (রহ) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ে নাত রাসূল (সাঃ) প্রতিযোগীতায় ২০২৩ এ দেশের ৪০ টি জেলা থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মো. আদিব মোস্তফা হাসনাইন।