নিজস্ব প্রতিবেদক:::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একই দিনে ছাত্রলীগের দুই কমিটি প্রকাশ হওয়ায় ঘঠনায় উপজেলা জুড়ে নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নে একই দিনে ছাত্রলীগের দুই কমিটির অনুমোদন দেয়া হয়।
জানাযায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিকের স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এক পক্ষের সভাপতি হোসাইন আহমেদ এবং রাসেল চন্দ্র দাসকে সম্পাদক করে দুজন তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করলে সকালেই শুভেচ্ছা বন্যা বসে হোসাইন আহমেদ ও রাসেলের দিয়ে। এদিকে কিছু সময় অতিবাহিত হলে ছাত্র লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিকের আইডি থেকে পোস্টটি ডিলেট দেয়া হয় এবং দুপুর বেলা রাবেল রায়কে সভাপতি এবং সজল চন্দ্র দাসকে সম্পাদক করে ফেসবুক আইডি থেকে পোস্ট করেন তিনি। যেখানে উপজেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরে ২৫ সদস্যের আরেকটি কমিটি প্রকাশ করেন।
এরপর থেকে দুই কমিটির পাল্টাপাল্টি কার্যক্রমে তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু জানান,সাধারণ সম্পাদক ও আমার সম্মতিক্রমে হোসাইন আহমেদকে সভাপতি ও রাসেল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিই সঠিক।
সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক বলেন, রাবেল রায়কে সভাপতি ও সজল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে যে কমিটি দেয়া হয়েছে সেটাই সঠিক।
তবে উভয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরের বিষয়ে স্বাক্ষর তাদের নয় দাবি করছেন তারা দুজনেই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মনোয়ার আলী বলেন, ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু মুটোফোনে বদলপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণার বিষয়টি অবগত করেছেন।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন বলেন, গঠণতন্ত্র বহির্ভূত কোন কমিটি কেউ দিয়ে থাকলে তার দায়ভার সংগঠন নেবে না। জেলা কমিটির সাধারণ সম্পাদকদের সাথে কথা এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে।