Saturday, November 22, 2025
Homeঅপরাধসুনামগঞ্জ সীমান্তে দেড় কো‌টি টাকার ভারতীয় শা‌ড়ি জ'ব্দ

সুনামগঞ্জ সীমান্তে দেড় কো‌টি টাকার ভারতীয় শা‌ড়ি জ’ব্দ

নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের সদর উপজেলার মইনপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ভারত থেকে অবৈধ প‌থে নিয়ে আসা বিপুল পরিমাণ শা‌ড়ি জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।

 

আজ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মইনপুর এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত একটি গুদামঘর ও সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮টি থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

 

জব্দ করা চোরাইপণ্য শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments