Wednesday, November 19, 2025
Homeঅন্যান্যUncategorizedদক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ,...

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ১

সিলেটের কাগজ প্রেস::

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) রাত ৩টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সাইফুল আবেদীন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমার লালাবাজারস্থ সাতমাইল এলাকার রানা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে নোমান মিয়া (৩২)-কে আটক করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার জিনোদপুর গ্রামের মিজানুর রহমান ও খোরশেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি সাতমাইল, লালাবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযান চলাকালে তার ভাড়াটিয়া বসতঘরের সামনের দুটি কক্ষ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ি ২৪০টি, যার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়া POND’S Bright Beauty Facewash (100G) মোট ৫,২80 পিস, আনুমানিক মূল্য ১৮ লাখ ৪৮ হাজার টাকা; Betnovate-N Cream (25G) মোট ২৫,২০০ পিস, মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা; এবং Clop-G Cream (30G) মোট ১২,০১২ পিস, মূল্য ৯ লাখ ৯০০ টাকা।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৫৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং–০৮, তারিখ ১৪/১১/২০২৫, ধারা: The Special Powers Act, 1974 – 25B(1)(b)/25D অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান ও অবৈধ মালামাল আমদানি কারকদের বিরুদ্ধে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments